চতুর্থ শিল্পবিপ্লবের ফলে বদলে যাচ্ছে চাকরির ধরন
চতুর্থ শিল্পবিপ্লবের ফলে বদলে যাচ্ছে চাকরির ধরন। হারিয়ে যাচ্ছে পুরোনো পেশা এবং তৈরি হচ্ছে নতুন নতুন কাজের ক্ষেত্র। এর ফলে সারা বিশ্বে চাকরির বাজারে ব্যাপক বিপর্যয় ঘটে চলেছে। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) এক সমীক্ষায়
বলা হয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের ১ কোটি ৪০ লাখ মানুষ চাকরি হারাবে। অর্থনৈতিক সংকটের কারণে প্রতিষ্ঠানগুলো মানুষের পরিবর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ChatGpt , Gemini and Devin এই ধরনের সফ্টওয়্যার দিয়ে কাজ চালাবে।
প্রোগ্রামিং এবং প্রব্লেম সলভিং এ দক্ষ হয়ে নিজেকে ফিউচারের জব মার্কেটের জন্য তৈরি করতে হবে দক্ষ ব্যাক্তির কখনো চাকরি হারানোর ভয় থাকবে না বরং AI এর সহযোগীতা নিয়ে দ্রুত গতিতে এগিয়ে যাবে যারা গতানুগতিক কাজ করবে ও অলস এডাপ্ট হতে পারবে না তারাই হুমকির মুখে পড়বে। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য নিজেকে আজই প্রস্তুত করুন।
ফিউচারে যে যে চাকরির ডিমান্ড থাকবে ও বাড়বে
১. Artificial Intelligence / Machine Learning
২. Big Data / Data Science
৩. Game Development
৪. Robotics Engineers
৫. Cyber Security
৬. Web Development ***
৭. App Development
৮. Quantum Computing
৯. Augmented Reality (AR) and Virtual Reality (VR)
১০. Blockchain
১১. Software Engineering
১২. Cloud Computing/DevOps
click know more..
all the best for your journey
“Be hard work with your passion”
___Mustafa Rahman
contact: 01840643946